Life Style News

1 hour ago

Raise Independent Kids: শিশুকে স্বাধীন সিদ্ধান্ত নিতে শেখাবে শৈশবের ৫ সহজ অভ্যাস, জানুন বিস্তারিত

5 habits that make kids more independent before age 10
5 habits that make kids more independent before age 10

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিপদে পড়লে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানো, জরুরি সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া—এগুলি যেমন বড় গুণ, তেমনই অনেকের ক্ষেত্রে এগুলি জন্মগত নয়, শেখা অভ্যাস। মনোবিদ এবং মনশ্চিকিৎসকদের মতে, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং আত্মবিশ্বাস—দুটিই গড়ে ওঠে দীর্ঘদিনের অভ্যাস ও পরিবেশের উপর ভর করে। তাই সকলেই একইভাবে এই দক্ষতা অর্জন করতে পারেন না।

বিশেষজ্ঞদের দাবি, শৈশব এই ক্ষমতা গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ছোটবেলা থেকেই যদি শিশু বারবার মারধর, তিরস্কার বা তীব্র সমালোচনার মুখে পড়ে, তবে ধীরে ধীরে তার আত্মবিশ্বাস কমে যায়। যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, ভুল করার ভয় তার মনে দানা বাঁধে। ফলে পরবর্তী সময়ে বিপদের মুহূর্তে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ব্যাহত হয়।

১। কাজ এবং দায়িত্ব: শিশুর উপযোগী কাজ দিয়েই তাকে দায়িত্বশীল করে তোলা যায়। আর নিজের কাজ নিজে করার ক্ষমতা ছোটদের আত্মবিশ্বাসী করে তোলে। নিজের খেলনা গুছিয়ে রাখা, নিজে সময়মতো দাঁত মাজা, একটু বড় হলে নিজের বইখাতা গোছানো— এমন ছোট ছোট দায়িত্ব সন্তানকে দেওয়া হলে সে ধীরে ধীরে নিজের কাজ নিজে করা শিখবে। সাধারণ পদক্ষেপই তাকে আত্মনির্ভর হয়ে উঠতে সাহায্য করবে।

২। সমাধান করে দেওয়া নয়: সমস্যায় পড়লে শিশুকে উৎসাহিত করা যায় সমাধান খোঁজার। ইরেজ়ার হারিয়ে গিয়েছে, পেনসিল ভেঙে গিয়েছে কিংবা খেলনা গাড়িটি আর চলছে না— এ ক্ষেত্রে অভিভাবকেরা নিজেরাই তার পরিবর্ত ব্যবস্থা করে দেন। সঙ্গে সঙ্গে সেই কাজ না করে দেখা যেতে পারে, শিশু কী করছে। তাকে জিজ্ঞাসা করা যায়, এখন কী করা উচিত। এর ফলে শিশুও সমস্যার সমাধান নিয়ে ভাবতে শিখবে।

৩। কাজের দায়ভার নিজেকেই নিতে হয়: জিনিস ভেঙে ফেলল, ঘরে কাগজ কুচি ছড়াল শিশু, এ্মন ক্ষেত্রে প্রথম ধাপটি হয়ে দাঁড়ায় বকুনি। তবে মনোবিদদের পরামর্শ, না বকে শিশুকেই ভুল শোধরানোর দায়িত্ব দেওয়া দরকার। কুচনো কাগজ তাকে দিয়ে পরিষ্কার করানো যেতে পারে। হোমওয়ার্কে ভুল করলে, না বকে ভুল অংশটি মুছে দিয়ে আবার তা করানো যায়। এতে শিশু বুঝবে, কাজ করতে গেলে ভুল হয়, পরে তা শুধরে নেওয়া যায়। এবং নিজের কাজের দায়িত্ব নিজেকেই নিতে হয়।

৪। নিজের পছন্দ ব্যক্ত করা: শিশু বড় হতে শুরু করলে নিজের জামা নিজেকে পছন্দ করতে দিন। কোনটি পরে সে বেরোতে চায়, সে ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা যায়। খুব ছোট পদক্ষেপ। তবে এ ভাবে শিশু সিদ্ধান্ত নিতে শিখবে।

৫। অভিব্যক্তি প্রকাশ: শিশুকে মন খুলে কথা বলতে দেওয়া, তার কথা শোনা জরুরি। নিজের পছন্দ-অপছন্দগুলি সে বলতে পারলে তার মধ্যেও আত্মবিশ্বাস বাড়বে। ভুল কাজের ক্রমাগত সমালোচনার বদলে ভাল কাজের প্রশংসা শিশুদের বিকাশে সাহায্য করে। তাদের মনোবল বৃদ্ধি করে।

মনোবিজ্ঞানীদের মতে, এই পাঁচ অভ্যাস শিশুদের ভবিষ্যতে আত্মনির্ভরশীল, আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল ব্যক্তি হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা তৈরি করতে শৈশবই হলো মূল্যবান সময়।

You might also like!