kolkata

18 hours ago

Railway ticket update 2025:আগস্টে রবিবার ও ছুটির দিনে সকালের শিফটে যাত্রীদের টিকিট কাউন্টার খোলা

railway ticket counter timing
railway ticket counter timing

 

কলকাতা, ১ আগস্ট : আগামী রবিবার থেকে আগস্টে রবিবার ও ছুটির দিনে সকালের শিফটে ৫৭টি স্থানে যাত্রীদের টিকিট কাউন্টার খোলা থাকবে।

রবিবার অর্থাৎ ৩.৮.২০২৫, ১০.৮.২০২৫, ১৭.৮.২০২৫, ২৪.৮.২০২৫, ৩১.৮.২০২৫ এবং ১৫.৮.২০২৫ (জাতীয় ছুটির দিন) সকালের শিফটে ৫৭টি স্থানে পিআরএস কাউন্টার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলওয়ের শিয়ালদহ বিভাগ। রেলের প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়ে লেখা হয়েছে, এর ফলে যাত্রীরা রবিবার এবং ছুটির দিনগুলির উপর নির্ভর করে এআরপি-র (অ্যাডভান্সড রিজার্ভেশন পিরিয়ড) টিকিট সংরক্ষণ করতে পারবেন।

You might also like!