Entertainment

5 hours ago

‘Saiyaara’: ‘সইয়ারা’ হিট, প্রেমে ব্রেক! থেমে গেল কি ‘আশিকী ৩’ আর প্রেমকাহিনি?

Mohit Suri's romantic drama 'Saiyaara,'
Mohit Suri's romantic drama 'Saiyaara,'

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মাত্র চার দিনেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে মোহিত সুরির ‘সইয়ারা’। বক্স অফিসে ঝড় তুলতেই উঠে এল নতুন জল্পনা—হতে নাও পারে অনুরাগ বসুর ‘আশিকী ৩’। কারণ? প্রেমের পটভূমি ও গল্পে নাকি অদ্ভুত মিল দুই ছবির। সাফল্যের শীর্ষে পৌঁছে মোহিত জানালেন, প্রথমে তাঁকেই ভাবা হয়েছিল ‘আশিকী ৩’-এর পরিচালক হিসেবে। তিনি রাজি না হওয়ায় দায়িত্ব পান তাঁরই প্রাক্তন সহকারী অনুরাগ বসু। এখন প্রশ্ন, ‘সইয়ারা’র ছায়ায় হারিয়ে যাবে কি ‘আশিকী’র পরের অধ্যায়?

ছবির মতোই ছবির পরিচালকের বক্তব্যও আপাতত ‘টক অফ দ্য টাউন’। ‘আশিকী ৩’ তৈরি না হওয়ার আভাস পেয়ে আষাঢ়ে মেঘ জমেছে ছবির নায়ক-নায়িকা কার্তিক আরিয়ান-শ্রীলীলার অনুরাগীদের মুখে। সপ্তাহের দ্বিতীয় দিনে তাঁদের জন্য এ রকম একটি দুঃসংবাদ অপেক্ষা করছে, বোধ হয় ভাবতেও পারেননি তাঁরা। এ দিকে চুপচাপ বসে নেই নিন্দকেরাও। মোহিতের বক্তব্য জেনে তাদের কৌতূহল, ‘সইয়ারা’র জনপ্রিয়তায় ‘আশিকী ৩’ ভেসে গেলে কার্তিক-শ্রীলীলার এত যত্নে গড়া ‘প্রেম’ও কি ভেঙে যাবে?

মোহিত ‘আশিকী ৩’ নিয়ে এত কথা বললেও দিন কয়েক আগে কার্তিক-শ্রীলীলা জুটির প্রথম ছবিকে ‘আশিকী ৩’ তকমা দিয়েছেন প্রযোজক ভূষণ। তাঁর প্রযোজনা সংস্থা থেকে সম্প্রতি ছবির টিজ়ারও মুক্তি পেয়েছে। সেখানে দেখা গিয়েছে, কার্তিক গিটার হাতে নতুন করে তৈরি করা ‘আশিকী’র জনপ্রিয় গান ‘তু মেরি জিন্দগি’ হ্যায় গাইছেন। ইতিমধ্যেই ছবির বেশি কিছু অংশ উত্তরবঙ্গে শুটও হয়ে গিয়েছে। পাশাপাশি, ‘সইয়ারা’ বক্সঅফিসে সফল হতেই আরও একটি ঘটনা ঘটেছে। ‘আশিকী ৩’ এ বছর দীপাবলির বদলে আগামী বছর মুক্তি পাবে। ছবির শুটিং এখনও অনেকটা বাকি। অনুরাগের তরফ থেকে এমন বার্তা সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।


You might also like!