Country

1 day ago

Kamal Haasan: দিল্লিতে কমল হাসান, শুক্রবার শপথ নিচ্ছেন রাজ্যসভায়

Kamal Haasan
Kamal Haasan

 

নয়াদিল্লি, ২৪ জুলাই : অভিনেতা-রাজনীতিক কমল হাসান শুক্রবার শপথ নেবেন রাজ্যসভায়। বৃহস্পতিবার দিল্লিগামী বিমানে ওঠার আগে চেন্নাই বিমানবন্দরে মাক্কাল নিধি মায়াম (এমএনএম) দলের প্রধান কমল হাসান সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, তিনি ‘সম্মানিত’ ও একই সঙ্গে সচেতন তাঁর উপরে মানুষের যে আশা-ভরসা রয়েছে, সে নিয়ে।কমল হাসান বলেন, নতুন এই যাত্রা শুরু হওয়া নিয়ে আমি সম্মানিত। আমি জানি আমাকে আরও অনেক কিছু করতে হবে। আমার থেকে অনেক প্রত্যাশা রয়েছে— আমি আশা করি, সে সব পূরণ করতে পারব।

You might also like!