Entertainment

10 hours ago

Alia Bhatt War 2:নাহৃতিকের অ্যাকশন ইউনিভার্সে পা রাখছেন আলিয়া ভাট? ‘ওয়ার ২’ ঘিরে বড় জল্প

Alia Bhatt War 2
Alia Bhatt War 2

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স এতদিন ছিল পুরোটাই পুরুষতান্ত্রিক, তবে ২০২৪ সালেই শোনা গিয়েছিল যে আলিয়া ভাট এবার সেখানে গোয়েন্দার ভূমিকায় আত্মপ্রকাশ করতে চলেছেন। এবার বলিউডে নতুন গুঞ্জন, হৃতিক রোশনজুনিয়র এনটিআরের মেগা বাজেট অ্যাকশন ফিল্ম ‘ওয়ার ২’-তেই প্রথমবার স্পাই রূপে দেখা যেতে পারে আলিয়াকে!

এর আগে যশরাজের ব্যানারে মহিলা গোয়েন্দা চরিত্রে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কাইফকে। ‘টাইগারফ্র্যাঞ্চাইজিতে আইএসআই এজেন্ট জোয়ার ভূমিকায় নজর কেড়েছেন ক্যাটরিনা। অন্যদিকে ‘পাঠান’ ছবিতে শাহরুখের পাশে আইএসআই এজেন্ট রুবিনার চরিত্রে বাজিমাত করেছিলেন দীপিকা। এদিকেওয়ার ২’ ছবির হাত ধরেই যশরাজের স্পাই ইউনিভার্স-এ যোগ দিয়েছেন কিয়ারা আডবানিওহৃতিক রোশন, জুনিয়র এনটিআরের পাশাপাশি তাঁকেও দেখা যাবে মহিলা গোয়েন্দার ভূমিকায়। এবার সেই তালিকাতেই নবতম সংযোজন আলিয়া ভাট। আদিত্য চোপড়া প্রযোজিত স্পাই ফ্র্যাঞ্চাইজির অন্যতম ছবি হতে চলেছে ‘আলফা’। যে সিনেমায় মহিলা এজেন্টের ভূমিকায় নজর কাড়বেন আলিয়া ভাট এবং শর্বরী ওয়াঘ। শোনা যাচ্ছে, ‘আলফা’ আলিয়াকে নাকি এই ‘ওয়ার ২’ সিনেমাতেই গোয়েন্দা চরিত্র হিসেবে পরিচয় করাবে যশরাজ ফিল্মস। শুক্রবার কাপুরবধূ নিজেই বড়সড় ইঙ্গিত দিয়েছেন

ইনস্টা স্টোরিতে শুক্রবার ‘ওয়ার ২’ ছবির ট্রেলার শেয়ার করে আলিয়া ভাট লিখেছেন, ‘আহা দারুণ মজার! আপনাদের সঙ্গে আগামী ১৪ আগস্ট দেখা হচ্ছে আপনার নিকটবর্তী সিনেমাহলে।’ অভিনেত্রীর এহেন পোস্টের পর থেকেই জল্পনার সূত্রপাতবলিউডের অন্দরমহল সূত্রে খবর, ‘ওয়ার ২’ সিনেমায় ক্যামিও চরিত্রে ‘আলফা’ মহিলা গোয়েন্দার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন আলিয়া। যদিও প্রযোজনা সংস্থার গোয়েন্দা ব্রহ্মাণ্ডে এহেন ট্রেন্ড নতুন নয়! এই উদাহরণ আগেও মিলেছে ‘পাঠান’, ‘টাইগার’-এর ক্ষেত্রে। শাহরুখ-সলমন একে-অপরের ছবিতে ‘ত্রাতা’ হিসেবে অবতরণ করছেন। এবার গুঞ্জন, কিয়ারা আডবানির সঙ্গে নাকি আলিয়া ভাটকেও ‘ওয়ার ২’ সিনেমায় ক্ষুরধার অ্যাকশন মোডে পাওয়া যাবে! ইতিমধ্যেই আড়াই মিনিটের ট্রেলারে হৃতিক রোশনের সঙ্গে মারপিট করতে দেখা গিয়েছে কিয়ারাকে। এবার আলিয়াকেও যদি এহেন অ্যাকশন অবতারে পাওয়া যায় এই ছবিতে, তাহলে সেটা দর্শকদের জন্য উপরি পাওনাই বটে!


You might also like!