Country

7 hours ago

Kashmir terrorism news:উপত্যকার আখালে রবিবারও অব্যাহত সেনা জঙ্গি গুলির লড়াই

army militant clash
army militant clash

 

শ্রীনগর, ৩ আগস্ট : জম্মু ও কাশ্মীরে এক সংঘর্ষে দুই সন্ত্রাসবাদী নিহত হওয়ার একদিন পর, নিরাপত্তা বাহিনী কুলগাম জেলায় সন্ত্রাসবাদবিরোধী অভিযান পুনরায় শুরু করেছে। শুক্রবার সন্ধ্যায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে শুরু হওয়া এই সংঘর্ষ রবিবার কুলগামের আখাল এলাকায় পুনরায় শুরু হয়েছে।

সন্ত্রাসবাদীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণ কাশ্মীর জেলার আখালের একটি বনাঞ্চলে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করার পর রাতভর এই সংঘর্ষ শুরু হয়। শুক্রবার সন্ধ্যায় প্রাথমিক গুলি বিনিময়ের পর, রাতের জন্য অভিযান স্থগিত রাখা হয়। ঘেরাও অভিযান আরও জোরদার করা হয় এবং এলাকায় অতিরিক্ত সেনা পাঠানো হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। শনিবার সকালে আবারও গুলিবর্ষণ শুরু হয়, সে সময় তিন সন্ত্রাসবাদী নিহত হয়। নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে শুরু হওয়া এই সংঘর্ষ রবিবার কুলগামের আখাল এলাকায় পুনরায় শুরু হয়ে

You might also like!