বারাণসী ও প্রয়াগরাজ, ৩ আগস্ট : বারাণসীতে অবিশ্রান্ত বৃষ্টিতে বেড়েছে গঙ্গার জলস্তর। ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে বারাণসীর তুলসী ঘাট। বারাণসীর থেকেও খারাপ পরিস্থিতি প্রয়াগরাজে। প্রয়াগরাজের কারেলা বাগ এলাকায় হাঁটু সমান জলের মধ্য দিয়েই চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। অবিরাম ভারী বৃষ্টিপাত এবং সাসুর খাদেরি নদীর জল উপচে পড়ার ফলে এই এলাকা প্লাবিত হয়েছে। এতটাই জল জমে গিয়েছে যে, নৌকায় যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের।
স্থানীয় সূত্রের খবর, এলাহাবাদ (প্রয়াগরাজ) জুড়ে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এটি কারেলা বাগ এলাকা... এই জল সাসুর খাদেরি নদী থেকে এসেছে যা উপচে পড়েছে। আমরা খুব কষ্টের মুখোমুখি হচ্ছি। বৃষ্টিও হচ্ছে।