Entertainment

1 day ago

Jasprit Bumrah: ছিটকে দিয়েছে চোট, অবশেষে মুখ খুললেন বুমরাহ! বললেন...

Jasprit Bumrah
Jasprit Bumrah

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ভারতীয় ক্রিকেট দলের জোরে বোলার জসপ্রীত বুমরাহ ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন না। পিঠে চোটের কারণে তিনি ভারতীয় ক্রিকেট দল থেকে ছিটকে গিয়েছেন। জসপ্রীতের অনুপস্থিতি যে টিম ইন্ডিয়ার কাছে যথেষ্ট বড় একটা ধাক্কা, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। কারণ, টিম ইন্ডিয়ার জয়ের ক্ষেত্রে বুমরাহ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারতেন। যাইহোক, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার পর অবশেষে মুখ খুললেন টিম ইন্ডিয়ার এই পেস ব্যাটারি। পাশাপাশি একটি ছবিও শেয়ার করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন জসপ্রীত বুমরাহ। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে টিম ইন্ডিয়ার এই পেস তারকা জিমে কঠোর অনুশীলন করছেন। এই একটা ছবিই স্পষ্ট করে দিয়েছে যে টিম ইন্ডিয়ায় কামব্যাক করার জন্য় তিনি কতটা ব্যাকুল হয়ে রয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব ফিট হয়ে আবারও ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে নামতে চান তিনি। ওই পোস্টের ক্যাপশনে বুমরাহ লিখেছেন, ‘Rebuilding’।পিঠের নীচের দিকে চোটের কারণে ভারতীয় ক্রিকেট দল থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। তাঁর এই ছিটকে যাওয়া ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছেও কম বড় ধাক্কা ছিল না। বুমরাহের এই পোস্টে ভারতের টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, 'আপনার অপেক্ষায় রইলাম।'

জসপ্রীত বুমরাহ ছিটকে যাওয়ার পর টিম ইন্ডিয়ার স্কোয়াডে সুযোগ পেয়েছেন হর্ষিত রানা। এর পাশাপাশি যশস্বী জয়সওয়ালকেও দল থেকে বের করে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে বরুণ চক্রবর্তীকে।

সম্প্রতি বর্ডার-গাভাসকার ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন জসপ্রীত বুমরাহ। এই সিরিজের ৫ ম্যাচে তিনি মোট ৩২ উইকেট শিকার করেছিলেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর অভাব টিম ইন্ডিয়া অবশ্যই টের পাবে। বুমরাহের অনুপস্থিতিতে ভারতীয় পেস বোলিংয়ের দায়িত্ব মহম্মদ সামি, হর্ষিত রানা এবং আর্শদীপ সিংয়ের কাঁধে তুলে দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, ২০২৫ আইপিএল টুর্নামেন্টে বুমরাহকে ফের ২২ গজের লড়াইয়ে দেখতে পাওয়া যাবে।

রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজাস বরুণ চক্রবর্তী।

রিজার্ভ ক্রিকেটার: যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ এবং শিবম দুবে।

You might also like!