দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সরস্বতী পুজোর দিনেই সিনেমা প্রেমীদের জন্য সুখবর নিয়ে এলেন পরিচালক অতনু রায়চৌধুরী এবং জনপ্রিয় অভিনেতা দেব। বসন্ত পঞ্চমীর শুভ মুহূর্তেই ঘোষণা করলেন চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ছবির নাম এবং তারিখ। এদিন লেক ভিউ রোডের অফিসে বাগদেবীর আরাধনার মাঝেই ‘প্রজাপতি ২’ ছবির ঘোষণা। বেঙ্গল টকিজের প্রযোজনা সংস্থায় বাগদেবীর আরাধনার পরই সিক্যুয়েলের ঘোষণা করলেন প্রযোজক অতনু। হাজির ছিলেন পরিচালক অভিজিৎ সেন এবং চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়, প্রযোজক শৈবাল বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী প্ৰমুখ।
বাঙালির পুজো মানেই জমজমাটি খাওয়াদাওয়া, তেমনই এদিনের প্রসাদ হিসেবে প্রচুর ফল, মিষ্টি ছিল পাশাপাশি দুপুরের মেনুতে ফ্রাইড রাইস, আলুর দম, রাধাবল্লভি, ছোলার ডাল, দইবড়া, পনির বাটার মশালা, পাঁপড়, গুলাব জামুন ছিল।
গতবছর দেব-মিঠুনের ‘প্রজাপতি’দর্শকদের মন জয় করে নিয়েছিল। বক্সঅফিসে দারুন সাড়া ফেলেছিল। এবার সরস্বতী পুজোর দিন সিক্যুয়েলের ঘোষণা করলেন অতনু রায়চৌধুরী। চলতি বছরেরই জুন মাসে মিঠুন চক্রবর্তী এবং দেবকে নিয়ে শুটিং হবে। আর ডিসেম্বর মাসে বড়দিনে প্রেক্ষাগৃহে আসবে ‘প্রজাপতি ২’। পুজোয় ‘রঘু ডাকাত’-এর হুঙ্কারের পর বছর শেষে বড়দিনে ‘প্রজাপতি ২’দারুণ সাড়া ফেলবে তা অনুমান করা যায়। তারওপর মহাগুরু মিঠুন চক্রবর্তী তো আছেনই। ‘প্রজাপতি’ সিনেমায়ে বাবা ও ছেলের চরিত্রে দুজনের অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। আবার পরিচালক অভিজিৎ সেনও বরাবর সম্পর্কের সূক্ষ্ণ দিকগুলো ক্যামেরায় তুলে ধরেন। এবারও তেমনই গল্পের প্রত্যাশায় দর্শকরা।
এছাড়াও এদিন আড্ডার মাঝে অতীতে ফিরে গিয়েছিলেন উপস্থিত অনেকেই যেমন, লীনা জানালেন, বাড়ির বদলে তাঁরও অফিসে পুজো হয়। সারা বছর চিত্রনাট্য লেখালিখির পরেও মন দিয়ে দেবীর আরাধনা করেন। তনুশ্রীর বাড়িতে প্রতি বছর পুজো হয়। বললেন, “ছোট বেলার অভ্যেস, অঞ্জলি দেব না! সেই ধারা বজায় রয়েছে এখনও। পুজো দিয়ে তবে কুল খেয়েছি।” পরনে বাসন্তীরঙা সিল্কের শাড়ি, মানানসই গয়না। খোলা চুল, লাল টিপ, হালকা রূপটানে কিশোরীবেলাকে মনে পড়িয়েছেন অভিনেত্রী। উপস্থিত প্রত্যেক পুরুষ পাঞ্জাবি-পাজামায় শোভিত।