নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি : রাজধানী দিল্লিতে বুধবার, ৫ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে। এই উপলক্ষ্যে সমস্ত ধরনের ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে। দিল্লিতে মোট বিধানসভা আসনের সংখ্যা ৭০, বুধবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ হবে দিল্লিতে। ৬৯৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন এক কোটি ৫৬ লক্ষের বেশি ভোটার। দিল্লিতে বিধানসভা নির্বাচনের গণনা হবে আগামী ৮ ফেব্রুয়ারি, শনিবার।
সুষ্ঠু ও নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য ১.৮ লক্ষের বেশি বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। দিল্লিতে এবারের বিধানসভা নির্বাচন হতে চলেছে ত্রিমুখী। বিজেপি, আম আদমি পার্টি ও কংগ্রেসের মধ্যে জোরদার টক্কর হতে চলেছে।