নদিয়া, ৩ ফেব্রুয়ারি : নদিয়ায় ভয়াবহ এক বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ জন যুবক। প্রত্যেকের বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে। এই দুর্ঘটনায় নদিয়ার কাঁঠালিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতরা হল সুমন মণ্ডল, তন্ময় বিশ্বাস, দীপ মণ্ডল এবং মণীশ বিশ্বাস। প্রত্যেকেই তেহট্ট থানার ছিটকা আস্তুল্যনগর এলাকার বাসিন্দা।
একটি বাইকে চারজন ছিল। রবিবার গভীর রাতে সরস্বতী ঠাকুর দেখে ফিরছিল তাঁরা। করিমপুর থানার কানাইখালি এলাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি লরির পর বন্ধ দোকানের শাটারে ধাক্কা মারে বাইকটি। গুরুতর আহত হয় চারজন। তাদের উদ্ধার করে প্রথমে নাজিরপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। দু'জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বাকি দু'জনকে প্রথমে তেহট্ট মহকুমা হাসপাতাল এবং পরে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় ওই দু'জনেরও।