কলকাতা, ১৭ সেপ্টেম্বর : ওঠানামা করছে তাপমাত্রা, রয়েছে ভ্যাপসা গরমও। আবার বৃষ্টিও হচ্ছে, আবহাওয়ার এই খামখেয়ালিপনা চলছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। অন্যদিকে, উত্তরবঙ্গে হচ্ছে ভারী বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে চলবে বৃষ্টিপাত। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম।