Technology

1 day ago

Love in Whatsapp: ভ্যালেন্টাইনস সপ্তাহ পালন করুন মনের মতো ইমোজি পাঠিয়ে! অভিনব চিন্তাভাবনা হোয়াটসঅ্যাপের

Love Emoji
Love Emoji

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ফেব্রুয়ারির শুরুতেই পালিত হয় ভ্যালেন্টাইনস সপ্তাহ। আর এই ভ্যালেন্টাইনস সপ্তাহে লিপ্ত থাকেন প্রেমিক-প্রেমিকারা। এই ভ্যালেন্টাইনস সপ্তাহের এক একটি দিন এক একটি বিষয়কে কেন্দ্র করে নামাঙ্কিত হয়েছে। প্রতিটি দিনই প্রেমিক-প্রেমিকাদের কাছে তৈরি হয় বিশেষ মুহূর্ত। আর টেকনোলজির যুগে প্রেম নিবেদনের পরিভাষা বেশ বদলেছে। প্রযুক্তিতে উন্নতির সাথে সাথে মনের ভাব প্রকাশের ধারনায় এসেছে অনন্য চিন্তাভাবনা। 

হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সোশ্যাল সাইটগুলির সাহায্যে স্টিকার, ইমোজির মাধ্যমে মনের কথা জানানো খুব জনপ্রিয়। ভালোবাসার সপ্তাহের বিভিন্ন দিনগুলিতে গোলাপ, টেডি বিয়ার, লাভ সাইনের ছবি ও রোমান্টিক কোড পাঠিয়ে মনের ভাষা খুব সহজেই প্রকাশ করা যায়। এবার সেই সুবিধা দিচ্ছে হোয়াটসঅ্যাপ। 

* হোয়াটসঅ্যাপে প্রেমের স্টিকার ধাপে ধাপে কীভাবে পাঠাবেন, জেনে নিন: 

 ১। মোবাইলে হোয়াটসঅ্যাপ খুলুন।

২। যাঁকে মনের কথা বোঝাতে চান সেই চ্যাটে যান।

৩। সেখানে থাকা স্টিকার স্টোরে যান।

৪। স্টিকার স্টোরে চকলেট, গোলাপ ফুল বা নিজের মনের মতো স্টিকার সার্চ করে নিজের মনের মানুষকে পাঠিয়ে দিন।

হোয়াটসঅ্যাপের স্টিকার পছন্দ না হলে কী করবেন? ব্যবহার করতে পারেন স্টিকারলি, ওয়েমজির মতো তৃতীয় কোনও সংস্থার অ্যাপ। এই অ্যাপগুলি মোবাইলে ডাউনলোড করে হোয়াটসঅ্যাপে যুক্ত করে নিন। এরপরে কোনও চ্যাট ওপেন করে স্টিকার সেকশনে যান। পছন্দের স্টিকার বেছে নিয়ে পাঠিয়ে দিন মনের মানুষকে।

প্রেমিক প্রেমিকা সহ সকল ভালোবাসার মানুষদের উদ্দেশ্য নিম্নে উল্লেখিত হলো ভ্যালেন্টাইনস সপ্তাহের তালিকা:

৭ই ফেব্রুয়ারি- রোজ ডে;

৮ই ফেব্রুয়ারি- প্রপোজ ডে;

৯ই ফেব্রুয়ারি- চকোলেট ডে;

১০ই ফেব্রুয়ারি- টেডি ডে;

১১ই ফেব্রুয়ারি- প্রমিস ডে;

১২ই ফেব্রুয়ারি- হাগ ডে;

১৩ই ফেব্রুয়ারি- কিস ডে;

১৪ই ফেব্রুয়ারি-  ভ্যালেনটাইনস ডে।

You might also like!