
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ‘কুছ কুছ হোতা হ্যায়’ শুধু একটি সিনেমা নয়, হিন্দি সিনেমাপ্রেমীদের কাছে এটি এক অমলিন আবেগের নাম। ছবির প্রতিটি গান, সংলাপ আজও ভেসে বেড়ায় ভক্তদের মুখে মুখে। ২৬ বছর পরেও শাহরুখ–কাজল জুটির এই ছবির জনপ্রিয়তা আজও অটুট।
করণ জোহর সম্প্রতি জানিয়েছেন, যদি তিনি আজ ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর এই আইকনিক রোম্যান্সটি নতুনভাবে তৈরি করেন, তাহলে কোন অভিনেতাদের কাস্ট করতে চান। আশ্চর্যজনকভাবে, রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন ও কিয়ারা আডবাণীর মতো তারকারা নেই সেই তালিকায়। মিন্ত্রার গ্ল্যাম স্ট্রিমের জন্য সানিয়া মির্জার সঙ্গে এক কথোপকথনে করণ জানান, আধুনিক অঞ্জলির ভূমিকায় তিনি দেখছেন আলিয়া ভাটকে, রাহুলের চরিত্রে রণবীর সিংকে এবং টিনার ভূমিকায় অনন্যা পান্ডেকে। করণ আরও ইঙ্গিত দেন, টিনার চরিত্রটি (যা মূল ছবিতে রানি মুখার্জি অভিনীত) জাহ্নবী কাপুর বা সারা আলি খানের মধ্যেও কেউ পেতে পারেন। আলোচনার সময় স্বজনপোষণ নিয়ে প্রশ্ন উঠলে করণ স্পষ্ট করেন, তিনি কখনও কোনও তারকা বাবা-মায়ের অনুরোধে স্টারকিডকে সুযোগ দেননি। তাঁর কথায়, “আমি জানি তারা নেপো কিড, আমি তাদের বড় হতে দেখেছি। কিন্তু তাদের বাবা-মা কেউই আমাকে ফোন করেননি, বরং আমি-ই তাদের ফোন করেছি।”
বাবা যশ জোহরের স্বপ্নের প্রযোজনা সংস্থা ‘ধর্মা প্রোডাকশনস’-কে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছেন করণ জোহর। আজ বলিউডে ধর্মা অন্যতম আলোচিত নাম। অভিনয় দিয়েই করণের বলিউডে যাত্রা শুরু — মামাতো ভাই আদিত্য চোপড়ার পরিচালনায় ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবিতে তিনি অভিনয় করেছিলেন। এরপর ১৯৯৮ সালে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মাধ্যমে। শাহরুখ খান, কাজল ও রানি মুখার্জি অভিনীত এই ছবিটি মুক্তির পর বক্স অফিসে সব রেকর্ড ভেঙে দিয়েছিল। এরপর ‘কভি খুশি কভি গম’, ‘মাই নেম ইজ খান’-এর মতো একের পর এক সফল ছবি পরিচালনা করেছেন করণ জোহর। পরিচালনায় তিনি সবসময়ই বেছে বেছে কাজ করতে পছন্দ করেন। আজ ‘ধর্মা প্রোডাকশনস’ বলিউডের এক শক্তিশালী পাওয়ারহাউস হিসেবে পরিচিত, যার বর্তমান বাজারমূল্য প্রায় ২০০০ কোটি টাকা।
