West Bengal

1 hour ago

SIR in Bengal: নির্বাচন কমিশনকে 'দায়ী' করে কৃষ্ণনগরে আত্মঘাতী বিএলও

BLO commits suicide in Nadia
BLO commits suicide in Nadia

 

কৃষ্ণনগর, ২২ নভেম্বর : নির্বাচন কমিশনকে 'দায়ী' করে আত্মঘাতী হলেন এসআইআর-এর দায়িত্বে থাকা এক স্কুল শিক্ষিকা। নাম রিঙ্কু দফাদার (৫৩)। বাড়ি কৃষ্ণনগরের ষষ্ঠীতলা এলাকায়। শনিবার সকালে নিজের বাড়িতেই তিনি আত্মঘাতী হন। সূত্রের খবর, ঘটনাস্থল থেকে দীর্ঘ একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। শেষ চিঠিতে সরাসরি কমিশনকে কাঠগড়ায় তুলেছেন রিঙ্কুদেবী।

তিনি চিঠিতে লেখেন, ‘আমার এই পরিস্থিতির জন্য নির্বাচন কমিশন দায়ী। এই মানসিক কাজের চাপ আমি নিতে পারছি না।" রিঙ্কু দফাদারের আদি বাড়ি চাপড়ার বাঙালঝি এলাকায়। পরবর্তীকালে কৃষ্ণনগর ষষ্ঠীতলা থাকছিলেন। এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। কৃষ্ণনগর থেকে নিয়মিত চাপড়ায় গিয়ে বিএলও-র কাজ করতে হতো। কৃষ্ণনগর থেকে চাপড়ার দূরত্ব অনেকটাই। অফলাইনে কাজ প্রায় শেষ করে ফেললেও অনলাইনে তা আপলোড করতে সমস্যার মধ্যে পড়েছিলেন। কেন তিনি আত্মঘাতী হলেন, তা নিয়ে ধন্দ রয়েছে।

You might also like!