Game

2 hours ago

BPL 2025 Final: রেকর্ড গড়ে ফের বিপিএল চ‍্যাম্পিয়ন বরিশাল

Barishal win BPL
Barishal win BPL

 

কলকাতা, ৮ ফেব্রুয়ারি : মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিপিএলের ফাইনালের রাতে বারবার রঙ পাল্টানো ম‍্যাচের শেষটা মাতালেন রিশাদ হোসেন। শেষ দুই ওভারে তার দুটি ছক্কায় বিপিএলের শিরোপা ধরে রাখল ফরচুন বরিশাল। টানা দ্বিতীয় আসরে চ‍্যাম্পিয়ন হতে রেকর্ড গড়ার চ‍্যালেঞ্জ পেয়েছিল তামিম ইকবালের দল। শেষ পর্যন্ত অধিনায়কের দেখানো পথেই সেই চ‍্যালেঞ্জ জিতল বরিশাল।

চিটাগং কিংসের ১৯৪ রান তারা পেরিয়ে গেল তিন বল হাতে রেখে। রোমাঞ্চকর ফাইনালে জিতল তারা ৩ উইকেটে।বিপিএলের ফাইনালে এতো রান এর আগে তাড়া করেনি কোনও দলই। ২০২৩ সালে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১৭৬ রানের লক্ষ্য তাড়ায় জিতে শিরোপা ঘরে তুলেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এক আসর পরেই সেই রেকর্ড ভেঙে দিল বরিশাল।

You might also like!