নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি : দিল্লিতে সরকার গঠনের জন্য জাদু সংখ্যা ছুঁয়ে ফেলেছে বিজেপি। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজেপি ৪৫টি আসনে এগিয়ে রয়েছে। আম আদমি পার্টি এগিয়ে ২৫টি আসনে। কংগ্রেস খাতাই খুলতে পারেনি। দিল্লিতে বিজেপির জয় এখন একপ্রকার নিশ্চিত। ইতিমধ্যেই আনন্দে মেতে উঠেছেন গেরুয়া শিবিরের নেতারা।
দিল্লিতে মোট ৬৯৯ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হয়েছে গত ৫ ফেব্রুয়ারি, ৬৯৯ জনের মধ্যে ৬০৩ জন পুরুষ এবং ৯৬ জন মহিলা। এর আগে ২০২০ সালের নির্বাচনে আম আদমি পার্টি ৭০টি আসনের মধ্যে ৬২টি আসন জিতে উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল, যেখানে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বাকি আটটি আসন পেয়েছিল। ওই নির্বাচনে কংগ্রেস কোনও আসন পায়নি। এবার কংগ্রেসকে হতাশ করলো দিল্লিবাসী।