Country

2 hours ago

D. Raja: দিল্লির ফল নিয়ে হতাশ ডি রাজা, বললেন অনৈক্যের জন্য এমনটা হয়েছে

D. Raja
D. Raja

 

চেন্নাই, ৮ ফেব্রুয়ারি : দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে হতাশা ব্যক্ত করলেন সিপিআই নেতা ডি রাজা। তাঁর মতে, অনৈক্যের কারণে এমন ফল হয়েছে। দিল্লি বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে আম আদমি পার্টি, কংগ্রেস খাতায় খুলতে পারেনি। আর বিজেপি দিল্লিতে সরকার গঠন করতে চলেছে।

এই ফলাফল প্রসঙ্গে শনিবার চেন্নাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডি রাজা বলেছেন, "এটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলগুলির মধ্যে, ইন্ডি জোটের দলগুলির মধ্যে অনৈক্যের কারণে হয়েছে। বিশেষ করে কংগ্রেসকে অবশ্যই আগামী দিনে ইন্ডি জোটকে কীভাবে শক্তিশালী করা যায় সে সম্পর্কে গুরুতর আত্মদর্শন করতে হবে।"


You might also like!