Game

3 hours ago

Saudi Pro League 2024-25: আল ফেইহাকে হারিয়েছে আল-নাসর

Al Nassr’s Jhon Duran reacts
Al Nassr’s Jhon Duran reacts

 

রিয়াদ, ৮ ফেব্রুয়ারি : শুক্রবার রিয়াদের আল-আওয়াল পার্কে সৌদি প্রো লিগে আল ফেইহাকে ৩-০ গোলে পরাজিত করেছে আল-নাসর , ৪০ বছর জন্মদিনের পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রথম গোলটি করলেও জন ডুরানের জোড়া গোলে আল-নাসর স্বাচ্ছন্দ্যে জয়লাভ করেছে । ২১ বছর বয়সী কলম্বিয়ান ফরোয়ার্ড ডুরানের জন্য এটি ছিল অভিষেক ম্যাচ। এই জয়ের পর, আল-নাসর ৪১ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে - আল-কাদিসিয়াহের সমকক্ষ হলেও গোল ব্যবধানে এগিয়ে। আল ফেইহা ১৪তম স্থানে রয়েছে, ড্রপ জোন থেকে দুই পয়েন্ট দূরে।

You might also like!