Country

6 hours ago

Gaurav Gogoi: ১০ বছরের মধ্যে সবথেকে দুর্বলতম বাজেট,গৌরব গগৈ

Gaurav Gogoi
Gaurav Gogoi

 

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় বাজেটকে হতাশাজনক আখ্যা দিলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। তাঁর মতে, ১০ বছরের মধ্যে এটি সবথেকে দুর্বলতম বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেটের প্রতিক্রিয়ায় গৌরব গগৈ বলেছেন, "আমরা সংসদে কুম্ভে পদপিষ্ট হওয়ার বিষয়ে আলোচনা চাই। ইন্ডি অ্যালায়েন্স ওয়াক আউট করেছে এবং আলোচনা হবে কি হবে না সে বিষয়ে আমরা এখনও কোনও তথ্য পাইনি। আমরা একটি আলোচনা চাই যাতে সত্য বেরিয়ে আসে।”

You might also like!