West Bengal

2 hours ago

Naihati TMC Worker Murder: নৈহাটিতে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার এক, মূল অভিযুক্ত অধরা

a accused arrested in naihati murder case
a accused arrested in naihati murder case

 

নৈহাটি, ২ ফেব্রুয়ারি : নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদবের নৃশংস হত্যাকাণ্ডের পর তদন্তে নেমে পুলিশ অক্ষয় গণ নামে একজনকে গ্রেফতার করেছে। তবে মূল অভিযুক্ত রাজেশ সাউ-সহ আরও কয়েকজন এখনও পলাতক। পুলিশ তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। এদিকে, সন্তোষ যাদবের হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

You might also like!