দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মেট্রো রেলওয়ে কলকাতার তরফ থেকে যাত্রীদের উদ্দেশ্য সুখবর ঘোষণা করা হলো। মেট্রো রেলওয়ে কলকাতা তাদের টুইটারের মাধ্যমে জানিয়েছে যে, সিবিটিসি সিগন্যালিং সিস্টেম পরীক্ষার জন্য সম্পূর্ণ ট্র্যাফিক ব্লক থাকবে। আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে ১৬ তারিখ এবং ২০ থেকে ২৩ তারিখ সম্পূর্ণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা।
মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে, “গ্রীনলাইনের হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর V অংশে, সিবিটিসি সিগন্যালিং সিস্টেম পরীক্ষার জন্য সম্পূর্ণ ট্র্যাফিক ব্লক। ওই দিনগুলিতে গ্রীন লাইনে কোনও পরিষেবা পাওয়া যাবে না। আপনাদের অসুবিধার জন্য দুঃখিত।”
কলকাতা মেট্রো রেলওয়ে তাদের অফিসিয়াল টুইটারের মাধ্যমে জনসাধারণের উদ্যেশ্যে ঘোষণা করেছে যে, পূর্ব-পশ্চিম মেট্রো করিডোরের পরিষেবা ৮ই ফেব্রুয়ারি ২০২৫ অর্থাৎ আজ থেকেই নির্দিষ্ট সময় অনুযায়ী পরিচালিত হবে। সেক্টর V থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত মেট্রো পরিষেবা সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চালু থাকবে। প্রতিদিন ১৫ মিনিট অন্তর একটি ট্রেন চলবে, যা যাত্রীদের আরও সুবিধাজনক যাত্রার সুযোগ দেবে। তবে, সল্টলেক স্টেডিয়াম থেকে সেক্টর V-এ ফেরার শেষ ট্রেন রাত ৯:৪৫ মিনিটে ছাড়বে।
পাশাপাশি, মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ করেছে, তারা যেন এই নতুন সময়সূচী অনুযায়ী তাদের যাত্রার পরিকল্পনা করেন। বলা বাহুল্য, কলকাতা মেট্রোর এই নতুন সময়সূচী শহরের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে এবং যাত্রীদের দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের সুযোগ করে দেবে।