Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Business

5 months ago

Silver market trend 2025:ভারতে সোনার মতই প্রায় লাফিয়ে বাড়ছে রুপোর দাম

silver market trend 2025
silver market trend 2025

 

কলকাতা, ১ আগস্ট : সোনার মূল্য পরিবর্তনের ওপর অনেকেই নজর রাখেন। সে তুলনায় রুপো অনেকটাই দুয়োরানী। তবু, গত এক বছরে সোনার দামের সঙ্গে কিছুটা পাল্লা দিয়ে রূপোর দাম বেড়েছে প্রায় ২৯.২ শতাংশ।

‘বাজাজ ফিনসার্ভ’-এর মতে, ২০০০ সালের গোড়ার দিকে, প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল প্রায় ৪,৫০০ টাকা, কিন্তু ২০০৮ সালের আর্থিক সংকট এবং মুদ্রাস্ফীতির আশঙ্কার কারণে ২০১১ সালের মধ্যে তা বেড়ে ২৭,০০০ টাকা ছাড়িয়ে যায়। ২০২০ সালের মহামারীতে বিনিয়োগের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে সম্পদের সন্ধানকারীদের দাপটে দাম আরও বেড়ে ৫৫,০০০ টাকা ছাড়িয়ে যায়। বর্তমানে, প্রতি গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম প্রায় ১০,১০৬.৪৪ টাকা।

রুপোর দাম অবশ্যই সে তুলনায় কম। কিন্তু সেই মূল্যবৃদ্ধিও অকিঞ্চিত নয়। শেয়ার বাজার সূত্রের খবর, ২০২৪-এর জুলাই মাসে রুপোর দাম ছিল কিলোপিছু আনুমানিক ৯৬ হাজার টাকা। এখন তা কিলোপিছু ১ লক্ষ ৩০ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে।


You might also like!