ম্যানচেস্টার, ৭ ফেব্রুয়ারি : চলতি মরসুমে আর মাঠে দেখা যাবে না ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার তারকা মার্তিনেসকে।ক্রুসিয়েট লিগামেন্টে চোট পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই আর্জেন্টাইন ডিফেন্ডার।প্রিমিয়ার লিগে গত রবিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে চোট পান মার্তিনেস।মার্তিনেসের চোটের বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার বিবৃতি দিয়েছে ইংলিশ ক্লাবটি।
আর্জেন্টিনার জন্যও এ এক বড় ধাক্কা। বিশ্বকাপ জয়ী এই ডিফেন্ডারকে সামনের ম্যাচগুলোতে পাবে না তারা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা।