Business

5 hours ago

RBI : ৫ বছরের এই প্রথম, রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিল আরবিআই

RBI
RBI

 

মুম্বই, ৭ ফেব্রুয়ারি : অবশেষে রেপো রেট বদল করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। শুক্রবার রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করেছেন আরবিআই-এর গভর্নর সঞ্জয় মালহোত্র। ফলে রেপো রেট ৬.৫ শতাংশ থেকে কমে দাঁড়াল ৬.২৫ শতাংশ।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) ৬ সদস্যের মুদ্রা নীতি কমিটি (এমপিসি) সর্বসম্মতিক্রমে রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে, রেপো রেটের হারেই আরবিআই অন্যান্য ব্যাঙ্ককে ঋণ দেয়। তা ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬.৫ শতাংশ থেকে ৬.২৫ শতাংশ করেছে আরবিআই। বিগত দুই বছর ধরে রেপো রেট অপরিবর্তিত ছিল এবং ৫-বছর পর রেপো রেট কমালো আরবিআই।

আরবিআই-এর গভর্নর সঞ্জয় মালহোত্র শুক্রবার বলেছেন, স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি (এসডিএফ) রেট থাকবে ৬.০ শতাংশ এবং মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেট ও ব্যাঙ্ক রেট থাকবে ৬.৫ শতাংশ।" সঞ্জয় মালহোত্র আরও বলেছেন, আরবিআই অনুমান করেছে, আগামী বছরের জন্য প্রকৃত জিডিপি বৃদ্ধি প্রায় ৬.৭ শতাংশ হবে।

উল্লেখ্য, গত দু’বছর রেপো রেট অপরিবর্তিত রেখেছিল আরবিআই। ২০২০ সালের মে মাসে শেষ বার সুদের হার হ্রাস করেছি কেন্দ্রীয় ব্যাঙ্ক। অর্থাৎ প্রায় পাঁচ বছর পর সুদের হার কমাল রিজার্ভ ব্যাঙ্ক। যে সুদের হারে সমস্ত রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্ককে আরবিআই ঋণ দিয়ে থাকে তাকেই বলে রেপো রেট। এটি কমলে এর সঙ্গে যুক্ত সমস্ত বহিরাগত বেঞ্চমার্ক ঋণে সুদের হার কমে যায়। বলা বাহুল্য, এর জেরে স্বস্তি পাবেন ব্যাঙ্ক ঋণ নেওয়া আমজনতা। কমবে তাঁদের মাসিক কিস্তির অঙ্ক।

You might also like!