Business

14 hours ago

Latest gold price:সোনার বাজারে পতন, ১ গ্রামের সর্বশেষ মূল্য জেনে নিন

1 gram gold rate today
1 gram gold rate today

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :টানা কয়েক সপ্তাহ ধরে সোনার দামের লাগামছাড়া বৃদ্ধি সাধারণ ক্রেতাদের চিন্তা বাড়িয়ে দিয়েছিল। তবে এবার সেই ঊর্ধ্বমুখী ধারা কিছুটা থেমেছে। আন্তর্জাতিক বাজারে সোনার দর কমতে শুরু করায় তার প্রভাব পড়েছে দেশীয় বাজারেও। ফলে আজ সকালেই ২২ ও ২৪ ক্যারেট সোনার দামে দেখা গেল সামান্য পতন।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক অর্থনীতির ধীরগতি, মার্কিন ডলারের মানের ওঠানামা, এবং আন্তর্জাতিক বাজারে চাহিদা কিছুটা কমে যাওয়া—এই সব কারণেই সোনার দামে সাময়িক পতন হয়েছে। এছাড়াও, বিনিয়োগকারীরা শেয়ার বাজারে কিছুটা ঝুঁকি নিতে শুরু করায় সোনা কেনার প্রবণতা হ্রাস পেয়েছে।
দাম কিছুটা কমায় উৎসব মরশুম বা বিয়ের কেনাকাটার পরিকল্পনা করা ক্রেতাদের জন্য এটি হতে পারে সঠিক সময়। যদিও বাজার বিশেষজ্ঞরা বলছেন, দামের এই পতন দীর্ঘস্থায়ী নাও হতে পারে। বিশ্ববাজারের পরিস্থিতি অনুযায়ী আগামী দিনে আবারও দামে উত্থান হতে পারে।
সোনার সর্বশেষ মূল্য- 
২২ ক্যারেট সোনার দাম ৯৪৬০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৭৭৬৫ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১১৩৮৬১ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।







You might also like!