Breaking News
 
High Court:‘দাগি’দের নামের তালিকায় সেরা ৫ জন কারা? হাইকোর্টের নির্দেশে ‘অযোগ্য’দের বিস্তারিত তথ্য প্রকাশ Rahul Gandhi:‘হারের হতাশা!’ রাহুলকে তুলোধোনা করে প্রাক্তন বিচারপতি-আমলাদের সেরা ৫ কড়া মন্তব্য SSC Case: শিক্ষক নিয়োগে সেরা ৫ দুর্নীতির অভিযোগ! আংশিক শিক্ষকদের নম্বর নিয়ে SSC জানাল হাইকোর্টে, ‘প্রার্থীপদ বাতিল হবে’ BLO in Alipurduar:এসআইআর নিয়ে কমিশনের সেরা ৫ ‘অত্যাচার’! বিএলও-র মৃত্যুতে মমতা সরাসরি তোপ দাগলেন Hardik Pandya: মাহিকাকে কোলে তুলে জীবনের সেরা ৫ 'সাধনার' কথা জানালেন হার্দিক! কী সেই ‘মাই বিগ থ্রি’? Cristiano Ronaldo: হোয়াইট হাউসে রোনাল্ডো-ট্রাম্পের সেরা ৫ গোপন কথা! আপ্লুত প্রেসিডেন্ট-পুত্রের উচ্ছ্বাস কেন?

 

Business

3 months ago

Stock market crash today: সপ্তাহের শেষে পড়লো শেয়ার বাজার সূচক

Stock market crash today
Stock market crash today

 

মুম্বই, ৮ আগস্ট : ভারতের শেয়ার বাজারে ধস। শুক্রবার দিনের শেষে প্রায় এক শতাংশ পড়েছে সেনসেক্স। ৮০ হাজারের নীচে নেমেছে এই সূচক। নিফটি এবং ব্যাঙ্ক নিফটিও প্রায় এক শতাংশ পড়েছে। সপ্তাহের শেষে এদিন ব্যাপক ধাক্কা লাগে শেয়ার বাজারে। শুক্রবার সেনসেক্স ও নিফটি ৫০, দুটি সূচকেই পতন দেখা যায়। তিনটি সূচকেই প্রায় ১ শতাংশ পতন হয়েছে। এদিন দিনের শেষে সেনসেক্স: ৭৯,৮৫৭.৭৯ (-৭৬৫.৪৭), নিফটি ৫০: ২৪,৩৬৩.৩০ (-২৩২.৮৫), ব্যাঙ্ক নিফটি: ৫৫,০০৪.৯০ (-৫১৬.২৫) হয়।
উল্লেখ্য, শুক্রবার বাজার খোলার পর থেকেই পতন দেখা গিয়েছে শেয়ার সূচকে। সকাল ১১টা নাগাদ সেনসেক্স পড়ে প্রায় সাড়ে পাঁচশো পয়েন্ট। ওই একই সময়ে ১৬০ পয়েন্ট নেমে যায় নিফটি। প্রবল ধাক্কা লেগেছে ব্যাঙ্ক নিফটিতেও। সকাল ১১টা বেজে ১২ মিনিটে ৩১২ পয়েন্টেরও বেশি পড়ে ৫৫,২০৬-এর স্তরে ছিল ওই সূচক।

You might also like!