নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি : দিল্লিতে ১৬টি আসনেও জিততে পারবে না আম আদমি পার্টি (এএপি)। শুক্রবার কটাক্ষের সুরে এই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। শনিবার দিল্লিতে দিল্লিতে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, তার আগে শুক্রবার সংসদ ভবনে চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিরিরাজ সিং বলেছেন, দিল্লিতে এএপি ১৬টি আসনেও জিততে পারবে না।"
নির্বাচন কমিশন সম্পর্কে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের মন্তব্যেরও সমালোচনা করেছেন গিরিরাজ সিং। তাঁর কথায়, "এটা তাঁদের পরাজয়ের পরিণতি। অখিলেশ যাদব হোক, অরবিন্দ কেজরিওয়াল অথবা রাহুল গান্ধী, তাঁরা সবাই হেরেছে।"