Country

5 hours ago

Sanjay Malhotra: ব্যাঙ্কিং ও পেমেন্ট সিস্টেমে নিরাপত্তা বাড়ানোর জন্য আরবিআই পদক্ষেপ নিচ্ছে : সঞ্জয় মালহোত্র

Sanjay Malhotra
Sanjay Malhotra

 

মুম্বই, ৭ ফেব্রুয়ারি : ব্যাঙ্কিং ও পেমেন্ট সিস্টেমে ডিজিটাল নিরাপত্তা বাড়ানোর জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। জানালেন আরবিআই-এর গভর্নর সঞ্জয় মালহোত্র। আরবিআই আর্থিক জালিয়াতি মোকাবিলা করার জন্য '.bank.in' ডোমেন ঘোষণা করেছে, ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা প্রসারিত করতে এই উদ্যোগ।

আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্র বলেছেন, "ভারতীয় ব্যাঙ্কগুলির জন্য রিজার্ভ ব্যাঙ্ক 'http://bank.in' ইন্টারনেট ডোমেইন বাস্তবায়ন করবে৷ এই ডোমেইন নামের রেজিস্ট্রেশন চলতি বছরের এপ্রিল থেকে শুরু হবে। এটি ব্যাঙ্কিং জালিয়াতি এড়াতে সাহায্য করবে। এটি সম্পূর্ণ আর্থিক ক্ষেত্রে জন্য 'http://fin.in' ডোমেন দ্বারা অনুসরণ করা হবে।

You might also like!