পশ্চিম মেদিনীপুর, ১ ফেব্রুয়ারি : জবরদখল হঠানোর সিদ্ধান্ত নিয়েছে রেল-কর্তৃপক্ষ। দখলকারীরা সরতে নারাজ। রাজনৈতিক দলগুলো দখলকারীদের পাশে। শনিবার তাঁদের মধ্যে দফার দফায় কথা হয় স্থানীয় স্তরে। ঘটনাস্থল খড়্গপুরের ২৬ নম্বর ওয়ার্ডের পাঁচপীর এলাকার বস্তিতে। সেখানে প্রায় ৮০০ পরিবারের বাস রয়েছে। অবৈধ নির্মাণ সরিয়ে আগামী ১৫ দিনের মধ্যে সরিয়ে ফেলতে বৃহস্পতিবার বিকেলে রেল কর্তৃপক্ষ নোটিশ দিয়েছে। জানিয়েছে, নির্দেশ না মানলে উচ্ছেদ করা হবে। রেল কর্তৃপক্ষের এই আচরণে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগ, তাতেই "ইন্ধন" যোগাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। কারণ, ভোট বড় বালাই।
বস্তি এলাকায় গিয়ে খড়গপুরের প্রাক্তন পুরপ্রধান তথা বিধায়ক প্রদীপ সরকার দখলদারদের আশ্বস্ত করেছেন। সঙ্গে ছিলেন ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোহন দাস-সহ তৃণমূল নেতা, কর্মীরা। রেলের নোটিসও ছিঁড়ে ফেলা হয়েছে। স্থানীয় বিজেপির কাউন্সিলর অনুশ্রী বেহেড়াও ঘটনাস্থলে গিয়ে বস্তিবাসীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
রেলের খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম তথা জনসংযোগ আধিকারিক অলোক কৃষ্ণা বললেন, “রেল কোথাও উচ্ছেদের নোটিস দেয়নি। কেবল রেলের জায়গায় বেআইনি নির্মাণ সরিয়ে দেওয়ার কথা বলেছে। অবৈধ নির্মাণ সরিয়ে দেওয়ার ব্যাপারে রেলের এটা অনেক আগের অবস্থান।”