Country

13 hours ago

Simla: শিমলার মতো মানালিতেও স্বল্প তুষারপাত, চিন্তায় হোটেল ব্যবসায়ীরা

Like Shimla, Manali also receives little snowfall, hoteliers worried
Like Shimla, Manali also receives little snowfall, hoteliers worried

 

শিমলা, ১৫ ফেব্রুয়ারি : এবারের শীতকাল হতাশ করেছে হিমাচল প্রদেশকে, তুষারপাতের পরিবর্তে শুষ্ক আবহাওয়ার সাক্ষী হতে হয়েছে পাহাড়ি এই রাজ্যকে। শিমলার মতো স্বল্প তুষারপাত হয়েছে মানালিতেও, সেই অর্থে দেখা নেই পর্যটকদের। তাই স্বাভাবিকভাবেই হতাশ হোটেল ব্যবসায়ীরা।

গত ১৫ বছরে ২০১৯-২০২০ পর্যন্ত তুষারপাত লক্ষণীয়ভাবে হ্রাস পেতে শুরু করেছে। এই বছরও তুষারপাত প্রায় হয়নি বললেই চলে। শিমলা ও মানালিতে তুষারপাত কমে যাওয়ায় হোটেল মালিকরা যথেষ্ট চিন্তিত। গত কয়েক বছর ধরে মানালিতে কম তুষারপাত হচ্ছে, শুষ্ক আবহাওয়া কৃষিকাজেও প্রভাব ফেলেছে।

You might also like!