Entertainment

4 hours ago

Rupsa Chatterjee: অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় জীবনের নতুন অধ্যায়ের শুরুতে শেয়ার করলেন একগুচ্ছ আদুরে ছবি! কি লিখলেন অভিনেত্রী?

Rupsa Chatterjee & Sayandeep Sarkar
Rupsa Chatterjee & Sayandeep Sarkar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  টলিউডের দুনিয়ায় সুখবর। অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় মা হলেন। সাধারণতন্ত্র দিবসে ক্ষুদেরর জন্ম। এবার নবজাতককে কোলে নিয়ে অনুরাগীদের উদ্দেশ্যে মাতৃত্বের অনুভূতি শেয়ার করলেন সমাজ মাধ্যমে। তবে ছেলের নাম কি রেখেছেন তা তাঁরা এখনও প্রকাশ করেননি। নেটমাধ্যমে একরত্তির ছবি শেয়ার করতেই, কমেন্ট বক্সে উপচে পড়ছে শুভেচ্ছা- ভালোবাসা।   

তবে ছেলের মুখ দেখালেন না অভিনেত্রী। সোশাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, রূপসার চোখ বন্ধ। একরত্তিকে বুকে আগলে বসে রয়েছেন নতুন মা। মায়ের কাঁধে মাথা দিয়ে দিব্যি আরামে রয়েছে খুদে। পরনে নীল টি-শার্ট। ক্যাপশনে লেখা, “সেরা আলিঙ্গন ২০২৫। আমার ছেলে। মা তোমাকে ভালোবাসে।” প্রথম লাইনের শেষে একটি নীল হৃদয়ের ইমোজি। দ্বিতীয় লাইনের শেষে ডেভিলস আইয়ের ইমোজি এবং তৃতীয় লাইনে একটি লাল হৃদয়ের ইমোজি। ছবি দেখেই স্পষ্ট মাতৃত্বের আনন্দ চেটেপুটে উপভোগ করতে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।

গত বছর শারদীয়ার সময় বিয়ে সেরেছিলেন, রূপসা চট্টোপাধ্যায় এবং সায়নদীপ সরকার। অক্টোবর মাসে ‘ড্রিমি ওয়েডিং’ করেছিলেন রূপসা চট্টোপাধ্যায় এবং সায়নদ্বীপ সরকার। সম্পর্কের শুরু থেকেই কোনও রাখঢাক ছিল না তাঁদের। গত বছর ফেব্রুয়ারি মাসে আইনি বিয়ের পর থেকেই একসঙ্গে সংসার করছেন তাঁরা। আপাতত প্রতিটি মুহূর্ত চুটিয়ে উপভোগ করার চেষ্টা করছেন অভিনেত্রী। 

You might also like!