Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Health

2 weeks ago

Health Tips: প্রতিদিন মাত্র ১০ মিনিট রোদে থাকুন, শরীর পাবে অজস্র উপকার!

Just getting sunlight for 5-10 minutes in the day can be a game changer for your health
Just getting sunlight for 5-10 minutes in the day can be a game changer for your health

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মানুষের হাতে এখন সময়ের বড় অভাব; ব্যস্ততাই তার নিত্যসঙ্গী। দিনের বেশির ভাগ সময় কেটে যায় অফিসের কাজে, আর বাকি সময়টা নিত্যপ্রয়োজনীয় দায়িত্ব পালনে। ফলে প্রকৃতির সঙ্গে সরাসরি যোগাযোগ প্রায় নেই বললেই চলে। কিন্তু যেমন গাছ সূর্যালোক ছাড়া টিকে থাকতে পারে না, তেমনি মানবদেহেরও প্রয়োজন রোদ। সূর্যের আলো দেহের হরমোন নিঃসরণ, উৎপাদন ও ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি মানসিক চাপ ও অবসাদ দূর করতেও রোদ অপরিহার্য। এমনকি অনিদ্রার সমস্যার ক্ষেত্রেও সূর্যালোক অত্যন্ত কার্যকর — এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। প্রতিদিন বিশেষ করে সকালের হালকা রোদে কিছুক্ষণ থাকলে শরীরে স্বাভাবিকভাবে পর্যাপ্ত ভিটামিন ডি তৈরি হয়। এই ভিটামিন ডি উৎপাদন এবং সূর্যের নানা উপকারী প্রভাবের ফলে শরীর অনেক রোগ থেকে সুরক্ষা পেতে সক্ষম হয়।

(১) রিকেট ও অস্টিওম্যালেসিয়া: সূর্যের আলো ভিটামিন ডি-এর প্রধান উৎস। ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, যা হাড় ও দাঁতকে মজবুত করে। ভিটামিন ডি-এর অভাবে শিশুদের রিকেট এবং প্রাপ্তবয়স্কদের অস্টিওম্যালেসিয়া বা অস্টিওপোরোসিস রোগ হতে পারে। নিয়মিত রোদে থাকলে এই হাড়ের রোগগুলি প্রতিরোধ করা সম্ভব।

(২) বিষণ্ণতা ও মন খারাপ: সূর্যের আলো মস্তিষ্কে সেরোটোনিন নামক একটি হরমোনের উৎপাদন বাড়ায়, যা আমাদের মন ভালো রাখতে, মনোযোগ বাড়াতে এবং মানসিক স্থিরতা বজায় রাখতে সাহায্য করে। তাই নিয়মিত রোদ পেলে বিষণ্নতা এবং ঋতুজনিত বিষণ্নতার ঝুঁকি কমে।

(৩) দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা জনিত রোগ: ভিটামিন ডি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পর্যাপ্ত রোদের সংস্পর্শে থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ফলে সর্দি-কাশি, ফ্লু এবং বিভিন্ন সংক্রমণ জনিত রোগের বিরুদ্ধে শরীর ভালোভাবে লড়াই করতে পারে।

(৪) উচ্চ রক্তচাপ: কিছু গবেষণা অনুসারে, সূর্যের আলো ত্বকের রক্তনালীগুলিকে প্রসারিত করতে সাহায্য করে এবং নাইট্রিক অক্সাইডের উৎপাদন বাড়ায়, যা রক্তচাপ কমাতে সহায়তা করতে পারে। এর ফলে উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি কমে।

(৫) ঘুমের সমস্যা: সকালের সূর্যের আলো আমাদের শরীরের জৈবিক ঘড়ি নিয়ন্ত্রণ করে। নিয়মিত সকালে রোদে থাকলে মেলাটোনিন হরমোনের সঠিক ক্ষরণ নিশ্চিত হয়, যা রাতে ভালো ঘুম আনতে সাহায্য করে এবং অনিদ্রা বা ঘুমের সমস্যা থেকে মুক্তি দেয়।

ভিটামিন ডি পাওয়ার জন্য সকাল ১০টা থেকে দুপুর ৩টার মধ্যে সূর্যের আলো সবচেয়ে কার্যকর। তবে ত্বককে অতিরিক্ত ইউভি (UV) রশ্মির ক্ষতি থেকে রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার করা বা সরাসরি প্রখর রোদে না থাকা আবশ্যক।

You might also like!