Country

6 hours ago

Vice-President Tamil Nadu visit: মঙ্গলবার থেকে তিনদিনের তামিলনাড়ু সফরে উপরাষ্ট্রপতি

Vice-President CP Radhakrishnan
Vice-President CP Radhakrishnan

 

নয়াদিল্লি, ২৮ অক্টোবর : উপরাষ্ট্রপতি হওয়ার পর সি.পি. রাধাকৃষ্ণণ এই প্রথম (২৮-৩০ অক্টোবর) তামিলনাড়ু সফর করবেন। এই সফরকালে উপরাষ্ট্রপতি কোয়েমবাটোর, তিরুপ্পুর, মাদুরাই এবং রামনাথপুরমে একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন।

তিনি কোয়েমবাটোরে পৌঁছবেন মঙ্গলবার (২৮ অক্টোবর)। কোয়েমবাটোর বিমানবন্দরে তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানাবেন কোয়েমবাটোরের মানুষ। কোয়েমবাটোরের সিওডিআইএসএসআইএ-তে উপরাষ্ট্রপতিকে সংবর্ধনা দেবে কোয়েমবাটোর সিটিজেন ফোরাম। তিনি টাউনহল কর্পোরেশন বিল্ডিং-এ মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন এবং পরে শান্তিলিঙ্গ রামস্বামী আদিগালারের শতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে কোয়েমবাটোরে পেরুর মঠে যাবেন। পরে সন্ধ্যায় উপরাষ্ট্রপতি তিরুপ্পুরে পৌঁছে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন তিরুপ্পুর কুমারণ এবং মহাত্মা গান্ধীর মূর্তিতে।

বুধবার (২৯ অক্টোবর) উপরাষ্ট্রপতি তিরুপ্পুরে একটি সংবর্ধনা সভায় যোগ দেবেন। সন্ধ্যায় তিনি পৌঁছবেন মাদুরাই এবং প্রার্থনা জানাবেন মাদুরাই মীনাক্ষী আম্মান মন্দিরে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপরাষ্ট্রপতি রামনাথপুরম জেলায় পাসুমপনে পাসুমপন মুথুরামালিঙ্গা থেবর জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।

You might also like!