কলকাতা, ৬ ফেব্রুয়ারি : আবহাওয়া খামখেয়ালিপনা চলছেই! কখনও বাড়ছে, আবার কোনও দিন কমছে তাপমাত্রা। বিগত বেশ কিছু দিন হালকা শীতেই খুশি থাকতে হয়েছে শহর ও শহরতলিকে। গ্রাম বাংলায় মোটামুটি শীত অনুভূত হলেও, ঠান্ডা অনুভূত হয়নি মহানগরীতে। বৃহস্পতিবারও কলকাতায় ঊর্ধ্বমুখী তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫.৭ ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি মাসের মাঝামাঝি সময়েই রাজ্য থেকে বিদায় নেবে শীত। আপাতত তাপমাত্রা হ্রাসের কোনও সম্ভাবনা নেই। তবে, সপ্তাহান্তে ফের সামান্য কমতে পারে তাপমাত্রা। তবে হালকা শীতের আমেজ অনুভূত হলেও জাঁকিয়ে শীত পড়ার আর কোনও সম্ভাবনা নেই।
একের পর এক পশ্চিমি ঝঞ্ঝাই এ বার জাঁকিয়ে শীতের পথে বাধা হয়ে বসেছে। উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢুকেছে। আগামী ৮ ফেব্রুয়ারি আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে। এ ছাড়াও পূর্ব বাংলাদেশ এবং রাজস্থানে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। এ সবের জেরেই কনকনে শীত উধাও। আপাতত বঙ্গের সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে।