Entertainment

1 day ago

AR Rahman On Ranveer:এবার রণবীরকে কটাক্ষ করলেন এ আর রাহমান

AR Rahman On Ranveer
AR Rahman On Ranveer

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মুখচোরা স্বভাবের মানুষ এ আর রাহমান। বিতর্কিত বিষয় নিয়ে সচরাচর মন্তব্য করেন না অস্কারজয়ী এই সংগীত পরিচালক। তবে এবার এক মন্তব্য করে সবাইকে অবাক করে দিয়েছেন রাহমান। বিতর্কিত ইউটিউবার রণবীর এলাহাবাদিয়াকে পরোক্ষভাবে বিঁধেছেন রাহমান।

ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত নতুন সিনেমা ছবি ‘ছাবা’র গানের অ্যালবাম প্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। লক্ষ্মণ উতেকর পরিচালিত এই ঐতিহাসিক ড্রামাধর্মী ছবির সংগীত পরিচালক হলেন এ আর রাহমান। ‘ছাবা’ছবির গান প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিকি কৌশল, রাশমিকা মান্দানা, পরিচালক লক্ষ্মণ উতেকর, প্রযোজক দীনেশ বিজন ও এ আর রাহমান।এই অনুষ্ঠানে রাহমানকে ভিকি তিনটি ‘ইমোজি’ দিয়ে তাঁর সংগীতকে বর্ণনা করতে বলেন। তখন এই সংগীত পরিচালক তিনটি ‘ইমোজি’র মধ্য থেকে ‘মুখ বন্ধ’ রাখার ইমোজি বেছে নেন। তিনি আলতো হেসে মজার সুরে বলেন, ‘গত সপ্তাহে আমরা দেখেছি যে মুখ খুললে কী হয়।’

রাহমানের এই মন্তব্য যে ইউটিউবার রণবীরের উদ্দেশ্যে, তা বুঝতে আর কারও বাকি ছিল না। কিন্তু তাঁর এই মন্তব্য সবাইকে অবাক করেছে। কারণ, রাহমান কাউকে কটাক্ষ করে কোনো মন্তব্য করছেন, এমনটা আগে শোনা যায়নি।

সম্প্রতি ইউটিউবার সময় রায়নার শো ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এ এক আপত্তিকর মন্তব্য করে বিপাকে পড়েছেন জনপ্রিয় এই পডকাস্টার। প্রতিযোগীর মা-বাবার যৌন জীবন নিয়ে মন্তব্য করেছেন তিনি যা অনেকের কাছেই অত্যন্ত আপত্তিকর মনে হয়েছে। রণবীরের এই মন্তব্যর পর সবাই তাঁকে ধিক্কার জানাচ্ছেন।

রাজনীতি থেকে শুরু করে সিনেমা জগতের ব্যক্তিরাও রণবীরের এই মন্তব্যর তীব্র সমালোচনা করছেন। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হয়েছে। গত মঙ্গলবার মুম্বাই পুলিশ রণবীরের বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে। ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এর বিচারক সময় রায়না, অপূর্ব মাখিজাসহ অনুষ্ঠানসংশ্লিষ্ট সবার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

You might also like!