দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিশ্বের সবচেয়ে সম্মানিত ও বড় মিউজিক অ্যাওয়ার্ড হল 'গ্র্যামি অ্যাওয়ার্ড'। গ্র্যামি অ্যাওয়ার্ড সঙ্গীত জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অনুষ্ঠানগুলির মধ্যে অন্যতম। প্রতি বছর এই অনুষ্ঠানটি বিশ্বব্যাপী সঙ্গীতপ্রেমীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকে। আর এই বছরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল লস অ্যাঞ্জেলেসে। চলতি বছরে এই অনুষ্ঠান ৬৭ তম বর্ষে পদার্পণ করলো।
এদিন বিশ্বসঙ্গীতের মঞ্চ তারকাদের ভিড়ে পরিপূর্ণ ছিল। এর মাঝেই কালো পোশাক পরে ঢুকলেন মার্কিন পপ তারকা কেনি ওয়েস্ট সঙ্গে তাঁর স্ত্রী বিয়াঙ্কা। লাল গালিচায় স্বামীর সঙ্গে হেঁটে আসছেন বিয়াঙ্কা। গায়ে চাপানো কালো পশমের কোট। হঠাৎই চিত্র শিল্পীদের সামনে কোট সরাতেই অবাক কাণ্ড। নগ্ন অবস্থায় ধরা দিলেন বিয়াঙ্কা। তৎ নিরাপত্তারক্ষীদের তৎপরতায় অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয় তাঁদের।তবে শোনা যাচ্ছে, আইনি জটিলতায় পড়তে পারেন কেনি-বিয়াঙ্কা। আইন বলছে, জেল ও জরিমানা দুই-ই হতে পারে তাঁদের।
কেনি ওয়েস্টের পরনে কালো টি শার্ট। কালো জিনস। সঙ্গে কালো স্নিকার্স। চোখে কালো সানগ্লাস। পাশে কালো পশমের কোট গায়ে বিয়াঙ্কা। তবে ফটোগ্রাফারদের সামনেই কোট সরাতেই দেখা গেল বিয়াঙ্কার বক্ষ যুগল উন্মুক্ত, যোনি ঢাকা পাতলা কাপড়ে। মাথায় খোঁপা, সঙ্গে মানানসই সাজসজ্জা। তবে এটিই প্রথম নয়, পূর্বেও বিভিন্ন অশ্লীল কাজকর্মের জন্য বারংবার চর্চায় উঠে এসেছেন কানইয়ে। যেমন, নিজের জন্মদিনে অনাবৃত নারীশরীরের উপর খাবার পরিবেশন করেছিলেন অতিথিদের। এছাড়াও এর আগে ২০২৩ সালে আবার ইটালির রাস্তায় কেনি ও বিয়াঙ্কার ছবি দেখে চমকে ওঠেন নেটিজেনরা। ‘ন্যুড’ পোশাক পরে কেনির সঙ্গে রাস্তায় হাঁটছিলেন বিয়াঙ্কা। স্তন যুগল ঢেকেছিলেন বালিশ দিয়ে। মনে হচ্ছিল যেন প্রায় নগ্ন অবস্থায় রাস্তায় হাঁটছেন। সে সময়ও ছবি ঘিরে প্রবল বিতর্ক হয়েছিল।
বেস্ট ব়্যাপ সং বিভাগ-সহ ২টি মনোনয়ন পেয়েছিলেন কেনি। তবে পোশাক বিভ্রাটের জেরে অনুষ্ঠানস্থল ছাড়তে হয় তাঁদের। তাই শেষমেশ পুরস্কার পেলেন কিনা, তা স্পষ্ট নয়। একসময় বিশ্বের বেস্ট সেলার সংগীত শিল্পীর খেতাব পেয়েছিলেন কেনি। তারপর কিম কার্দাশিয়ানকে বিয়ে করে বেশ হাইলাইট হয়েছিলেন। ২০২২ সালে বিচ্ছেদের পর ২০২৩ সালের জানুয়ারি মাসে জানা যায় অস্ট্রেলিয়ান আর্কিটেক্ট ও মডেল বিয়াঙ্কাকে গোপনে বিয়ে করে ফেলেন কেনি।
লস অ্যা়ঞ্জেলসের আইন অনুযায়ী, কেউ যদি শিল্পের প্রয়োজন ছাড়া পোশাকহীন ভাবে জনসমক্ষে আসেন, ঘুরে বেড়ান, তা হলে অশ্লীলতার দায়ে জেল ও জরিমানা দুই-ই হতে পারে। কানইয়ের স্ত্রীর এ ক্ষেত্রে ছয় মাসের কারাবাস ও ১০০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৭,০০০ টাকা) জরিমানা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বারংবার তার নগ্ন ভিডিও সমাজ মাধ্যমে প্রকাশ পাবার জন্য নেটিজেনদের মধ্যে হইচই চরমে।