পশ্চিম মেদিনীপুর, ১৪ ফেব্রুয়ারি : মণিপুরে শান্তি ফেরার বিষয়ে আশাবাদী বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর মতে, এক-দুই বছরের মধ্যে শান্তি ফিরবে মণিপুরে। মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার বিষয়ে দিলীপ ঘোষ বলেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে ৭০ বছর পর ধারা ৩৭০ অপসারণের পরে জম্মু ও কাশ্মীরে কোনও হিংসা ঘটানোর কারও সাহস নেই। একইভাবে, আমাদের সরকার মণিপুরের সমস্যার মূলে গিয়েছে এবং এক অথবা দুই বছরের মধ্যে সেখানে শান্তি পুনরুদ্ধার করা হবে।"
পশ্চিমবঙ্গে নতুন ভোটার কার্ডের অনলাইন রেজিস্ট্রেশনের বিষয়ে তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে দিলীপ ঘোষ বলেছেন, "পশ্চিমবঙ্গে ৪০-৫০ লক্ষ ভুয়ো ভোটার রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে নির্বাচনে জিতেছেন। আমরা এর বিরুদ্ধেও প্রতিবাদ করতে যাচ্ছি। তারা (তৃণমূল কংগ্রেস) এবার নির্বাচনে হেরে যাবে।"