মুম্বই, ১৫ সেপ্টেম্বর : প্রবল বৃষ্টিতে আবারও জনজীবন বিপর্যস্ত হল বাণিজ্যনগরী মুম্বইয়ে। বৃষ্টি এতটাই হয়েছে যে, মুম্বইয়ের বিভিন্ন এলাকায় রাস্তায় জল জমে গিয়েছে। এর ফলে শ্লথ গতিতে চলাচল করে যানবাহন। মুম্বইয়ে সোমবার ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে থানে ও রায়গড়েও। পূর্বাভাস মতোই ভারী বৃষ্টি হয়েছে মুম্বই শহরে, মুম্বইয়ের কিং সার্কেল এলাকায় রাস্তায় জল জমে গিয়েছে। পুণে-তেও এদিন সকালে বৃষ্টি হয়েছে।
এরই মধ্যেই সোমবার সকালে যান্ত্রিক ত্রুটিতে মুম্বইয়ের ওয়াডালায় থমকে গেল মনোরেল। রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (আঠাওয়ালে)-র ১৭৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজেশ আনন্দ ভোজনে বলেন, "ওয়াডালাগামী মনোরেলটি থেমে যায়। যাত্রীদের চেম্বুর থেকে আসা ট্রেনে স্থানান্তর করা হয়। দমকল বাহিনী পরে এসে নিজেদের কার্যক্রম শুরু করে। আমি সরকারকে বারবার এই ধরনের সমস্যা সমাধানের জন্য অনুরোধ করছি।" মনোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, "ওয়াডালায় মনোরেলে যান্ত্রিক ত্রুটির পর ১৭ জন যাত্রীকে উদ্ধার করা হয়।" দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, "সোমবার সকাল ৭টা নাগাদ, মুকুন্দরাও আম্বেদকর রোড জংশনে মনোরেলে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। মনোরেলটি গাডগে মহারাজ স্টেশন থেকে চেম্বুর যাচ্ছিল। মনোরেল কারিগরি দল মুম্বই ফায়ার ব্রিগেডকে ফোন করে। ট্রেনে থাকা ১৭ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ট্রেনটিকে কাপলিং করে ওয়াডালায় নিয়ে যাওয়া হচ্ছে। সবাই নিরাপদে আছেন।"