Country

13 hours ago

Kiren Rijiju: সরকারকে প্রশ্ন করার পরিবর্তে বিঘ্ন ঘটানো ঠিক নয়,কিরেন রিজিজু

Kiren Rijiju
Kiren Rijiju

 

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি : লোকসভার কাজকর্মে বিঘ্ন ঘটানোর জন্য বিরোধীদের ভূমিকার নিন্দা করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। সোমবার লোকসভায় রিজিজু বলেছেন, সরকারকে প্রশ্ন করার পরিবর্তে বিঘ্ন ঘটানো মোটেও ঠিক নয়। সোমবার লোকসভার অধিবেশনের শুরুতে বিরোধীদের উদ্দেশ্যে অধ্যক্ষ ওম বিড়লা অনুরোধ জানান, আলোচনায় অংশ নেওয়ার জন্য। এই অনুরোধে শান্ত হননি বিরোধীরা।

তখন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, "আমি বারবার বিরোধীদের অনুরোধ করেছি প্রশ্নোত্তর পর্ব বিঘ্নিত না করার জন্য। প্রশ্নোত্তর পর্ব সদস্যদের এবং তা সরকারের কাছে প্রশ্ন করার জন্য। সরকারকে প্রশ্ন করার পরিবর্তে এইভাবে সংসদে ঘটানো ঠিক নয়। জনসাধারণ আপনাকে প্রশ্ন করবে, আপনি যদি নিজের দায়িত্ব পালন না করেন, তাহলে সংসদে কেন এসেছেন।"


You might also like!