নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি : রাজধানী দিল্লিতে প্রথম ৪ ঘণ্টায় ভোট পড়েছে ১৯.৯৫ শতাংশ। ভোটদানের নিরিখে এগিয়ে রয়েছে উত্তর-পূর্বের জেলা, সেখানে ভোট পড়েছে ২৪.৮৭ শতাংশ। বুধবার সকাল ৭টা থেকে দিল্লিতে শুরু হয়েছে ভোটগ্রহণ, সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছিল ৮.১০ শতাংশ। এরপর বেলা এগারোটায় নির্বাচন কমিশন জানিয়েছে, বেলা এগারোটা পর্যন্ত প্রথম ৪ ঘণ্টায় দিল্লিতে সামগ্রিক ভোট পড়েছে ১৯.৯৫ শতাংশ। দিল্লিতে ভোটদান চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।