Entertainment

1 year ago

Suchitra Sen: শুটিংয়ের প্রথম দিনে ‘মহানায়িকার’ চিৎকার! শিউরে উঠলেন কল্যাণী

Kalyani Devi (File Picture)
Kalyani Devi (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্ষীয়ান অভিনেত্রী কল্যাণী দেবী। উত্তম-সুচিত্রা অভিনীত ‘আলো আমার আলো’ ছবিতে সুচিত্রা সেনের বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন কল্যাণী দেবী। পরিচালক পিনাকি ভূষণ মুখোপাধ্যায়, যাকে ইন্ডাস্ট্রি চেনে পানুদা নামেই।

শ্যুটিংয়ের প্রথম দিন প্রথম শটই কল্যাণী দেবীর ছবি সুচিত্রা সেনের সাথে। বড় বয়সে এটাই তাঁর প্রথম ছবি। খানিকটা ঘাবড়েই ছিলেন অভিনেত্রী। উত্তম ও সুচিত্রার কাছে আর্শীবাদ নিয়েই শুরু করেছিলেন কাজ। ডিরেক্টর শট বুঝিয়ে দিয়েছিল- উত্তম কুমার বস্তিতে মিটিং করে বেরিয়ে যাচ্ছে। দিদি (সুচিত্রা সেন) দাঁড়িয়ে আছে, তুমি দিদির কাঁধে হাত দিয়ে দেখবে গাড়িটা বেরিয়ে যাচ্ছে। কল্যাণী দেবী বলেন, ‘আমি ছুটলাম, দিদির কাঁধে হাতদিলাম। সঙ্গে সঙ্গে (সুচিত্রা) বললেন কাট! আমি সোজা পানুদার দিকে তাকিয়েছি, উনি বলছেন- ধরলি কেন? ধরবে না ধরবে না! (সুচিত্রা সেন) বললেন-ডোন্ট টাচ’।

You might also like!