দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কনসার্ট চলাকালীন এবার বিতর্কে জড়ালেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী উদিত নারায়ণ। 'টিপ টিপ বরসা পানি'র তালে মঞ্চ মাতিয়ে রেখেছিলেন উদিত নারায়ণ। কিন্তু হঠাৎই এক মহিলা ভক্তের অনুরোধে ছবি তুলতে গিয়ে খেয়ে ফেললেন চুমু। ওই মহিলা গাল বাড়াতেই উদিত বেঁছে নেন তার ঠোঁট। আর সেই মুহূর্তের ভিডিও ভাইরাল এখন সমাজ মাধ্যমে। এই ভিডিও দেখে সমালোচনা করেছেন নেট দুনিয়ার একাংশ। এমনকি চরম কটাক্ষের শিকার গায়ক উদিত নারায়ণ।
উদিত বলেন, "ভক্তরা এতটাই পাগল যে কী বলব। আমি কিন্তু এমনিতে এমনটা নই। খুবই ভদ্র। কিছু মানুষ এই ভাবেই তাদের ভালবাসা জাহির করে। এত ভিড়। তার মধ্যে দেহরক্ষীরাও থাকে। কিন্তু ওই যে ভক্তরা মনে করেন দেখার সুযোগ মিলছে কাছ থেকে যাই একটু হ্যান্ডশেক করে আসি, যাই একটু হাতে চুমু খেয়ে আসি। ওই নিয়ে এত মাতামাতি করার কিছু নেই।"
উদিত এও মনে করছেন তার পরিবারের স্বচ্ছ ভাবমূর্তির কারণেই তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, "ভক্তরা আমাকে ভালবাসেন। ওদের খুশি থাকতে দেওয়া হোক। আমিও তাদের খুশি করতে চাই। বলিউডে ৪৬ বছর কাজ করছি। আমার দিকে কেউ কোনওদিন আঙুল তোলেনি।" কিন্তু ওই যে ভাইরাল হওয়া ভিডিয়ো? অনেকেরই দাবি মহিলা ভক্ত গাল বাড়িয়ে দেন, উদিতই তাঁর ঠোঁটে চুমু খেয়ে বসেন, তাহলে? এই অভিযোগ মানতে নারাজ উদিত! তিনি বলেন, "যখনই দেখি কেউ আমায় ভালবাসা জানাচ্ছে আমি জোড়হাতে নমস্কার জানাই। নিচু হই। যদি আর কোনওদিন এই মুহূর্ত ফিরে না আসে?"
তবে উদিতের এই মন্তব্য মানতে নারাজ অনেকেই। ষাটোর্ধ বর্ষীয়ান গায়কের এমন আচরণে বিক্ষুব্ধ উদিতের অনুরাগী মহল।