দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ফেব্রুয়ারি মানেই ভালবাসার মাস। আর এই ভালবাসার মরশুমে সঙ্গীর দিল খুশ করতে প্রেমক ও প্রেমিকা নানান বিষয় ভাবতে থাকেন। ভালবাসার স্পেশাল সপ্তাহে একেক দিন একেক বিশেষ দিন হিসেবে নামাঙ্কিত। গতকাল তো একে অপরকে গোলাপ আদান প্রদানের মাধ্যমে প্রেম নিবেদন করেছেন। এবার ভাবছেন তো কিভাবে ভালোবাসার প্রস্তাব দেবেন সঙ্গীকে?
আগের মতো চিঠির আদানপ্রদান আজকের দিনে অস্তিত্বহীন। বন্ধুর সাহায্য নিয়ে প্রেমের প্রস্তাবও আজ একঘেয়ে। ফুল হাতে হাঁটু গেরে বসে প্রেমের প্রস্তাব ব্যাপারটাও বড্ড ফিল্মি। তাই আজকের প্রজন্ম সঙ্গীর মন জয় করতে খুঁজে বেড়ান নতুন নতুন পন্থা। তবে রিলেশনশিপ এক্সপার্টরা তুলে ধরলেন কয়েকটি কায়দা, চটপট চোখ বুলিয়ে নিন, এই টিপস গুলিই আপনার জীবনে প্রেম দিবসের সার্থকতা এনে দেবে।
১)আই লাভ ইউ। প্রেমের এই ম্যাজিক শব্দ সবচেয়ে বেশি জনপ্রিয়। তবুও এখনও প্রেম নিবেদনে এই তিন শব্দের ব্যবহার সবার আগে আসে। তবু একটু ট্রেন্ড পালটে, এবার না হয়, আই লাভ ইউ ছেড়ে অন্য কিছু বলে ফেলুন। অন্য ভাষাতেই না হয় মনের কথা বলে ফেলুন। ফরাসি, চাইনিজ, কিংবা জাপানি হলেও ক্ষতি নেই ৷ গুগল ট্রান্সলেটরে গিয়ে চটপট জেনে ফেলুন ‘আই লাভ ইউ’-এর জাপানি কিংবা স্প্যানিস। ব্যস,প্রিয়জনকে চমকে দিন। আর প্রেমিক বা প্রেমিকা যদি হয় ভিনদেশের হয়, তাহলে তাঁর দেশের ভাষাতেই করুন প্রেম নিবেদন। ব্যাপারটা কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে। কিংবা মনের কথা বলুন নিজের ভাষাতেই। প্রিয় মানুষকে বাংলাতেই জানিয়ে দিন আমি তোমাকে ভালবাসি। এর থেকে ভালো এক্সপ্রেশন কিন্তু আর নেই।
২) শুধু মুখে না বলে, সাদা কাগজে লিখেও প্রকাশ করতে পারেন আপনার প্রেম ৷ মনের মানুষকে চমকে দিতে, কাগজে বড় বড় করে লিখে ফেলুন 143 ৷ প্রেমিক বা প্রেমিকাকে আন্দাজ করতে দিন আপনি ঠিক কী লিখতে চেয়েছেন। চুপি চুপি করে জানিয়ে রাখি, এর মানে, 1 = I, 4= LOVE , 3= YOU ৷ তবে প্রেমিকাকে আগে থেকে এই রহস্য বলার দরকার নেই। দেখুন না, আপনার সঙ্গী কতটা সময় নেয়, প্রেমের অঙ্ক কষতে!
৩) কবিতা লিখুন নিজেই। ছন্দ মিলুক বা না মিলুক, কবিতার লাইনে যেন থাকে প্রিয় মানুষের নাম ৷ ব্যস দেখবেন এতেই আপনার প্রিয় মানুষ প্রেমে একেবারে হাবুডুবু খাবে। সঙ্গীকে বুঝতে দিন, আপনার জীবনের ছন্দে আপনার সঙ্গীই সব।
* প্রেমিকা হোক বা প্রেমিক, স্বামী হোক বা স্ত্রী, কবিতা প্রতিটি দম্পতির জন্যই সেরা। তাই কয়েকটি শায়ারি জেনে নিনঃ
১) তোমার ভালোবাসায় আমি অনেক প্রভাব দেখেছি,
এখন আমি তোমার স্বপ্নে শহরটি দেখেছি।
আমি তোমার হ্যাঁর অপেক্ষায় আছি,
তোমার ভালোবাসায় আমি নিজেকে অচেনা মনে করলাম।
২) আমার সকাল তোমার নামে হোক,
তোমার নামে আমার সন্ধ্যা আসুক।
কোন ইচ্ছাই যেন অপূর্ণ না থাকে,
আমার ঠোঁটে শুধু তোমার নামই ভেসে ওঠে।
৩) তুমি আমার চা, আমি তোমার চিনি,
তোমাকে ছাড়া প্রতিটি সকাল অসম্পূর্ণ।
রাজি হও, আমার ভালোবাসা, অস্বীকার করো না,
তোমাকে ছাড়া আমার ভালোবাসা অসম্পূর্ণ।
৪) তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ,
তোমার হাসি আমার হৃদয়কে আলোকিত করে।
এই ভালোবাসা আর কতদিন লুকিয়ে রাখবো?
আজ আমি তোমাকে বলছি, তুমিই আমার পৃথিবী।