নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি : বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন সিপিআই (এম) নেত্রী বৃন্দা কারাট। তাঁর কথায়, ডবল ইঞ্জিনের দুর্যোগ থেকে দিল্লিকে বাঁচাতে হবে। বুধবার দিল্লি বিধানসভা নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বৃন্দা কারাট ও তাঁর স্বামী প্রকাশ কারাট। ভোট দেওয়ার পর বৃন্দা কারাট বলেছেন, "দিল্লিকে ডাবল-ইঞ্জিন বিপর্যয় থেকে বাঁচাতে হবে আমাদের এবং আমরা সেটা মাথায় রেখে ভোট দিয়েছি।" উল্লেখ্য, বুধবার সকাল সাতটা থেকে দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।