West Bengal

2 hours ago

Tribeni Kumbha Mela: ত্রিবেণীতে কুম্ভমেলা, মাঘী পূর্ণিমায় শাহি স্নান পুণ্যার্থীদের

Tribeni Kumbha Mela 2025
Tribeni Kumbha Mela 2025

 

হুগলি, ১২ ফেব্রুয়ারি : হুগলি জেলার ঐতিহ্যবাহী ত্রিবেণীতে শুরু হয়েছে কুম্ভমেলা। বহু ভক্ত সমাগম হয়েছে সেখানে। বিভিন্ন মঠের মহারাজ ও সাধুসন্তরা কুম্ভস্নান করতে ত্রিবেণীতে আসতে শুরু করেন মঙ্গলবার থেকেই। মাঘী পূর্ণিমার পুণ্যলগ্নে বুধবার ভোর থেকেই শাহী স্নান করেন বিপুল সংখ্যক পুণ্যার্থীরা।

ত্রিবেণী তিন দিন ধরে চলবে এই মহোৎসব। ত্রিবেণী কুম্ভমেলার চতুর্থ বর্ষের সূচনা হয়েছে মঙ্গলবার। এখানে আয়োজন করা হয়েছে নগরকীর্তন, শক্তিপীঠ পরিক্রমা, রুদ্র অভিষেক, রুদ্র মহাযজ্ঞ, শিব সহস্র নাম, সাধু প্রবচন ও ধর্মসভার। সপ্তর্ষি ঘাটে সন্ধেয় হবে গঙ্গা আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নাগা সাধুদের আখড়াও হয়েছে ত্রিবেণীতে।

You might also like!