প্যারিস, ২৩ সেপ্টেম্বর : উসমান দেম্বেলেই জিতলেন ব্যালন ডি'অর। লামিন ইয়ামাল বার্সা সেনসেশনকে হারিয়েই ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদার পুরস্কার জেতেন পিএসজি ফরোয়ার্ড। স্বপ্ন ছুঁয়ে এদিন আবেগে ভেসেছেন উসমান দেম্বেলে। বরাবরই খুবই শান্ত স্বভাবের এই ফুটবলার লুকিয়ে রাখতে পারেননি আনন্দ অশ্রু। এদিকে টানা তৃতীয় বারের মতো মহিলাদের ব্যালন ডি'অর জিতেছেন বার্সিলোনা ফরোয়ার্ড আইতানা বোনমাতি। পারফরম্যান্স দিয়ে শাতলিয়ে থিয়েটারের ঝলমলে আলোয় আলোকিত হয়েছেন এই স্প্যানিশ।
Sweet dreams! We will see you very soon! 👋#ballondor pic.twitter.com/1Wn5ZToAWx
— Ballon d'Or (@ballondor) September 23, 2025