নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর : শারদীয়া নবরাত্রির সূচনা হয়েছে সোমবার। সেই উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর মঙ্গলবার নবরাত্রির দ্বিতীয় দিনে দেবীর কাছে সাহস ও অধ্যবসায় প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, নবরাত্রির দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিণীর প্রতি আমার কোটি-কোটি প্রণাম। মাকে জানাই, মা যেন তাঁর ভক্তদের সাহস ও অধ্যবসায় দান করেন। উল্লেখ্য, সোমবার থেকে শুরু হয়েছে ৯-দিন ব্যাপী নবরাত্রি উৎসব। শারদীয়া নবরাত্রি উপলক্ষ্যে দেশজুড়ে বিভিন্ন মন্দিরে পূজার্চনা করছেন ভক্তরা। নবরাত্রির দ্বিতীয় দিনেও বিভিন্ন মন্দিরে দেখা গেল ভক্তদের ঢল।
नवरात्रि में आज मां ब्रह्मचारिणी के चरणों में कोटि-कोटि वंदन! देवी माता अपने सभी साधकों को साहस और संयम का आशीर्वाद प्रदान करें। https://t.co/RuLHcK2DzG
— Narendra Modi (@narendramodi) September 23, 2025