Country

2 hours ago

Day 2 of Navratri: নবরাত্রির দ্বিতীয় দিন, দেবীর কাছে সাহস ও অধ্যবসায় প্রার্থনা প্রধানমন্ত্রীর

PM Modi Extends Navratri Greetings
PM Modi Extends Navratri Greetings

 

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর : শারদীয়া নবরাত্রির সূচনা হয়েছে সোমবার। সেই উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর মঙ্গলবার নবরাত্রির দ্বিতীয় দিনে দেবীর কাছে সাহস ও অধ্যবসায় প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, নবরাত্রির দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিণীর প্রতি আমার কোটি-কোটি প্রণাম। মাকে জানাই, মা যেন তাঁর ভক্তদের সাহস ও অধ্যবসায় দান করেন। উল্লেখ্য, সোমবার থেকে শুরু হয়েছে ৯-দিন ব্যাপী নবরাত্রি উৎসব। শারদীয়া নবরাত্রি উপলক্ষ্যে দেশজুড়ে বিভিন্ন মন্দিরে পূজার্চনা করছেন ভক্তরা। নবরাত্রির দ্বিতীয় দিনেও বিভিন্ন মন্দিরে দেখা গেল ভক্তদের ঢল।

You might also like!