Country

2 hours ago

Upendra Dwivedi: গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ায় প্রতিটি নাগরিকের কর্তব্য : সেনাপ্রধান

Upendra Dwivedi
Upendra Dwivedi

 

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি : দিল্লি বিধানসভা নির্বাচনে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বুধবার সকালে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ও তাঁর স্ত্রী নতুন দিল্লি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কে. কামরাজ লেনের একটি ভোট কেন্দ্রে নিজেদের ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পর সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং তাঁর স্ত্রী সুনিতা দ্বিবেদী একটি সেলফি বুথে দাঁড়িয়ে ছবিও তোলেন।

ভোট দেওয়ার পর সেনাপ্রধান বলেছেন, "সর্বপ্রথম, আমি অভিনন্দন জানাতে চাই, এটি সমগ্র দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে আমরা আজ যা দেখছি তা হল একটি গণতন্ত্রে প্রত্যেকে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এটি কেবল ভোট দেওয়ার অধিকার নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়া এবং ভারতের ভবিষ্যত নিজেরাই নির্ধারণ করা প্রতিটি সাধারণ নাগরিকের দায়িত্বও।"

You might also like!