নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি : গুরু রবিদাস জয়ন্তী উপলক্ষ্যে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার এক্স বার্তায় রাষ্ট্রপতি এক বার্তায় জানান, রবিদাস মানব সেবাকে নিজের লক্ষ্য বানিয়েছিলেন। তিনি ধর্ম তথা জাতিগত ভেদাভেদ দূর করার জন্য কাজ করেছেন। তিনি গুরু রবিদাসজীর শিক্ষা অনুসরণ করে উন্নত দেশ গঠনে এগিয়ে যাওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় গুরু রবিদাস জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভ কামনা জানান। এক্স বার্তায় তিনি লেখেন, মহান সন্ত কবি ও সমাজ সংস্কারক গুরু রবিদাসজী জাতিগত ভেদাভেদহীন সমাজের কল্পনা করেছিলেন। তাঁর আদর্শ আমাদের সামাজিক একতা ও সদর্থক দৃষ্টিভঙ্গী নিয়ে দেশ গঠনে প্রেরণা জোগায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত গুরু রবিদাসজীর জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। এক্স বার্তায় তিনি লেখেন, সেবা, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ববোধের ভাবনা নিয়ে তাঁর বার্তা সমাজের পিছিয়ে পড়া ও দুর্বল শ্রেনীর জনগণের জন্য পথ প্রদর্শক হিসেবে কাজ করে। উল্লেখ্য, সন্ত রবিদাস জয়ন্তী বুধবার, সদগুরু রবিদাস ভারতের একজন মহান সন্ত, কবি, সমাজ সংস্কারক ও ঈশ্বরের অনুগামী ছিলেন।